মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মেধাবী শিক্ষার্থী শাবনুরের পাশে দাঁড়িয়েছে মিনোরি বাংলাদেশ।
গতকাল প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে মিনোরি বাংলাদেশের পরিচালক মো. আফজাল হোসেন মেধাবী শিক্ষার্থী শাবনুরকে ফুল দিয়ে বরণ করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন ফুওয়াং ফুডসের পরিচালক সিদরাতুল মাহবুব হাসান, চিফ অপারেটর অফিসার কর্নেল (অব.) মনিরুল ইসলাম, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আশরাফুল আলম রনি এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা এমরান হোসাইন।
আফজাল হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থী শাবনুর দেশের সম্পদ। তার পড়ালেখার জন্য প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে। এ সময় তিনি সমাজের বিত্তবানদের শাবনুরের মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।