জাপানে রাইস ব্র্যান অয়েল রপ্তানির লক্ষ্যে চুক্তি সই |
Agreement signed to export rice bran oil to Japan.
দেশে উৎপাদিত রাইস ব্র্যান অয়েল জাপানে রপ্তানি করবে যমুনা এডিবল ও এমারেল্ড অয়েল। রোববার ঢাকা রিজেন্সি হোটেলে এ বিষয়ে যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের সাথে এমারেল্ড অয়েল ও মিনোরী বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুসারে রাজশাহীতে যমুনা এডিবলের কারখানায় হবে উৎপাদন। আর সেটি দেশের বাজার ও জাপানে রপ্তানিতে কাজ করবে এমারেল্ড অয়েল ও মিনোরি বাংলাদেশ।
স্পন্দন অয়েলের ফিরে আসার গল্প -
Spondon Oil, a comeback story
চার বছর পর আবারো বাণিজ্যিক উৎপাদনে এমেরাল্ড অয়েল। নতুন জাপানি বিনিয়োগ ও বোর্ড পুনর্গঠন করে ঘুরে দাঁড়াচ্ছে কোম্পানিটি।